৬ কোটি রুপিতে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ, খেলবেন দিল্লির হয়ে খেলা
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জেক ফ্রেজার-ম্যাকগার্ক আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় বদলি হিসেবে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
আইপিএলে ডাক পেয়েছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে।
নিলামে নাম থাকলেও সে সময় কোনো দল পাননি মোস্তাফিজ। তবে সম্প্রতি ভারত ও পাকিস্তানের সংঘাতের আইপিএলে ডাক পেলেন এই পেসার।
অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জেক ফ্রেজার-ম্যাকগার্ক আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় কপাল খুলেছে মোস্তাফিজের। অস্ট্রেলিয়ার এই ব্যাটসমানের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন তিনি।
এর আগে ২০২২ ও ২০২৩ সালে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আইপিএল খেলেছেন মোস্তাফিজ। দুই মৌসুমে মোট ৯ উইকেট নিয়েছেন তিনি।
২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক করার পর মোট ৫৭টি আইপিএল ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। নিয়েছেন ৬১ উইকেট
