রামু'র জোয়ারিয়ানালা এবং কাউয়ারখোপ ইউনিয়নের দুই আওয়ামিলীগ নেতা গ্রেপ্তার
‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে অভিযান
রামুতে দুই আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ এপ্রিল) সন্ধ্যায় রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, “অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।”
আটককৃতরা হলেন—বঙ্গবন্ধু সৈনিকলীগের কাউয়ারখোপ ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম (৩৮) এবং জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এসএম সাখাওয়াত হোসেন (৫৫)।
ওসি আরও জানান, আটকদের বিরুদ্ধে বিস্তারিত তদন্ত চলছে এবং প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
