রকেট ছুড়লো উত্তর কোরিয়া

 


উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান থেকে উত্তর-পশ্চিম দিকে ১০টির অধিক রকেট নিক্ষেপ করেছে। গতকাল বৃহস্পতিবার ছোড়া হয় এসব রকেট এমনটাই জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। খবর রয়টার্স।


দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, উপকূলীয় এলাকায় নিক্ষেপ করা হয় ক্ষেপণাস্ত্রগুলো। তবে এসব রকেটের সক্ষমতা সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি। রকেট নিক্ষেপের সুনির্দিষ্ট তথ্য বিশ্লেষণ করছে দক্ষিণ কোরিয়া ও মার্কিন গোয়েন্দা সংস্থা। ওয়াশিংটন এবং সিউলের হুঁশিয়ারি, যেকোনো হামলা বা উসকানির জবাব দিতেও দক্ষিণ কোরিয়া প্রস্তুত।


উল্লেখ্য, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী উত্তর কোরিয়ার জন্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ।


এদিকে দক্ষিণ কোরিয়ার ইংরেজি সংবাদপত্র কোরিয়া হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার রকেট ছোড়ার ঘটনাটি ঘটেছে মূলত দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে বুধবার অনুষ্ঠিত একটি ত্রিপাক্ষিক আকাশ মহড়ার পরপরই। মহড়ার উদ্দেশ্য ছিল তিন দেশের নিরাপত্তা সহযোগিতা জোরদার করা।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url