কক্সবাজারে সমুদ্রে ডুবে ১৩ জনের মৃত্যু, এক মাসেও নিখোঁজ চবি শিক্ষার্থী অরিত্রের সন্ধান মেলেনি
এমটিএ নিউজ ডেস্ক
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে গোসলে নেমে ডুবে প্রাণ হারিয়েছেন ১৩ জন। সি-সেফ লাইফগার্ডের তথ্য অনুযায়ী, নিহতদের বেশিরভাগই শিক্ষার্থী। তবে এই সময়ের মধ্যে এখনও উদ্ধার হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরিত্র হাসান।
গত ৮ জুলাই সকালে বন্ধুদের সঙ্গে ভ্রমণে গিয়ে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে নিখোঁজ হন অরিত্র। এক মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
অরিত্রের বাবা সাকিব হাসান, যিনি একমাত্র সন্তান হারিয়ে পাগলপ্রায়, বলেন, “অরিত্র আমার একমাত্র সন্তান। যতদিন বেঁচে থাকব, তাকে খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাব। যেকোনো অবস্থাতেই হোক, আমি আমার ছেলেকে ফিরে পেতে চাই।”
এই শোকাহত পরিবারকে মহান সৃষ্টিকর্তা ধৈর্য দান করুন—আমিন।
