কক্সবাজারে ঝুলন্ত অবস্থায় অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

 


কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় নিজ গৃহ থেকে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০/০৮/২০২৫) সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গৃহবধূকে নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের লোকজন চিৎকার দিলে এলাকাবাসী ছুটে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url