৪০ ঘণ্টা পর বাঁকখালী নদী থেকে উদ্ধার মিছবা উদ্দিনের লাশ

 


মোহাম্মদ তারেক আজিজ 

কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের চাঁদের পাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিসবাহ উদ্দিন বাঁকখালী নদীতে গোসলে নামার পর থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে সমন্বয়ে চালানো উদ্ধার অভিযানে অবশেষে তাঁর দেহ বাংলাবাজার ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যায়, গত সোমবার বিকাল সাড়ে তিনটার দিকে মিসবাহ উদ্দিন বন্ধুেদর সাথে ফুটবল খেলতে যায়, পরে নদীতে গোসলে নামলে তিনি কিছুক্ষণের মধ্যেই নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল তৎপর হন, তবে ৪০ ঘন্টা পর্যন্ত কাজ চালানো হয় ।

পরবর্তীতে বৃহস্পতিবার সকালে ৬ টায় স্থানীয়দের সাহায্যে চালানো অভিযানে বাংলাবাজার ব্রিজের নিচ থেকে মিসবাহ উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয় । 

মিসবাহ উদ্দিনের পরিবারের এক সদস্য জানান, "সন্ধানে আমরা কয়েক ঘণ্টা তৎপর ছিলাম, শেষ পর্যন্ত তাঁকে উদ্ধার করে পরিবারে হস্তান্তর করা হলো।" বুধবার ইউএনও নিলুফা ইয়াসমিন বলছেন, “সকলকে নিয়ে সমন্বিত প্রচেষ্টায় কৃতিত্ব বিধানের চেষ্টা করেছি,” ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url