উপহার পাঠিয়েছেন রুমিন ফারহানা স্বাগত জানালেন হাসনাত
এমটিএ নিউজ ২৪ ডেস্ক
নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও বিএনপি নেত্রী রুমিন ফারহানার মধ্যে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক শীতলতা কেটে আসছে বলে আভাস মিলেছে। শনিবার (৩০ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে ‘নতুন সংবিধান’ নিয়ে আয়োজিত উঠান বৈঠকে হাসনাত নিজেই বিষয়টি তুলে ধরেন।
অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ জানান, রুমিন ফারহানা তার খোঁজখবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান, বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে।
এ সময় হাসনাত বলেন, আমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল। আমরা উনার এলাকায় আসছি শুনে লোকজন পাঠিয়ে খোঁজখবর নিয়েছেন। আমাদের জন্য তিনি কিছু উপহারও পাঠিয়েছেন। এটি রাজনীতির জন্য একটি পজিটিভ বার্তা। আমরা অবশ্যই স্বাগত জানাই।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বিগত ১৭ বছর বিএনপি, জামাত ইসলামসহ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যূনতম কথা বলেছে তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে সেইফ হাউজ নামে কারাগারে রেখেছে। এই ধরনের নির্মম কর্মকাণ্ডের পরিবর্তন দেশের মানুষ এখনো দেখে নাই। এ অবস্থায় কোন বিশ্বাস ও ভরসায় দানবীয় ব্যবস্থার কাছে সবকিছু ছেড়ে দেয়া হবে।
বৈঠকে নির্বাচন ও সংস্কারের প্রসঙ্গেও হাসনাত বলেন, শুধু নির্বাচন নয়, সংস্কার এবং বিচারও প্রয়োজন। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর যে আক্রমণ হয়েছে- সেটা একটা ম্যাসেজ। তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে। ওনাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেয়া হয়েছিল। খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্যও একই পরিণতি অপেক্ষা করছে, যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি। নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম আমরা দিয়েছি সংস্কার। এটার জন্য সকলকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় এনসিপি যেন সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে সরকার গঠন করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চান তিনি।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ ও ডা. মাহমুদা মিতা, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ এবং বিজয়নগর উপজেলা কমিটির প্রধান সমন্বয়কারী আমিনুল হক চৌধুরী প্রমুখ।
