মাত্র চার দিনে ৪৬ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি!
মোহাম্মদ তারেক আজিজ
মাত্র চার দিনে ৬ জন নয়, ১৬ জন নয়... পুরো ৪৬ জন বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি!
টানা অপহরণ, আতঙ্ক আর অজানা শঙ্কায় সীমান্তের নাফ নদ এখন যেন এক ভয়ংকর ফাঁদে পরিণত হয়েছে।
রাখাইনের মংডু দখলের পর থেকে প্রতিদিনই টেকনাফে তৈরি হচ্ছে নতুন এক দুঃস্বপ্ন। শুধু ১৭ আগস্ট থেকে ২৬ আগস্টের মধ্যে বন্দি হয়েছে ৫১ জন জেলে। এর মধ্যে ২৬ আগস্ট একদিনেই ১৩ জন জেলে ধরে নিয়ে গেছে অস্ত্রধারীরা।
শাহপরীর দ্বীপের কাছে—স্পিডবোটে ধাওয়া, ট্রলার ঘিরে অস্ত্রের মুখে দাঁড় করানো... এইভাবেই চলছে জেলেদের ওপর ত্রাসের রাজত্ব। কেউ ফিরে আসে, কেউ আর ফেরে না। যারা ফেরে, তাদের হাতে থাকে না ট্রলার, থাকে না জাল।
অসহায় হয়ে পড়েছে জেলেপল্লির পরিবারগুলো। দিনের পর দিন তারা তাকিয়ে থাকে নদীর দিকে... হয়তো ফিরবে প্রিয়জনের মুখ। হয়তো কোনো খবর ভেসে আসবে স্রোতের সাথে। কিন্তু অপেক্ষা শুধু গভীর করছে কান্না... আর ক্ষুধার যন্ত্রণা।
স্থানীয় প্রশাসনের দাবি—ভাটার সময় নাব্যতা সংকটের কারণে জেলেরা অনিচ্ছায় মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে। আর সেই সুযোগেই হানা দেয় আরাকান আর্মি।
কোস্টগার্ড ও বিজিবি টহল বাড়ালেও নদীর ঢেউ এখন ভীতিকর। মাছ ধরতে যাওয়ার প্রতিটি মুহূর্ত জেলেদের মনে করিয়ে দেয়— আজ হয়তো আর ফেরা হবে না ঘরে...

