বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি কক্সবাজার জেলা কমিটি অনুমোদিত
মোহাম্মদ তারেক আজিজ
বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি (BBDS)-এর ২০২৫-২০২৬ সেশনের জন্য কক্সবাজার জেলার ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে গঠিত এ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের আবু সুফিয়ান রাজু এবং সাধারণ সম্পাদক হয়েছেন কক্সবাজার সদরের শেফায়েতুল ইসলাম।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা রক্তদান কার্যক্রমকে আরও গতিশীল ও সংগঠিত করতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। তারা জানান, “রক্তের অভাবে যেন কোনো প্রাণ ঝরে না যায়”—এই লক্ষ্যেই BBDS কক্সবাজার জেলা কমিটি মানবতার সেবায় সর্বদা কাজ করে যাবে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি দীর্ঘদিন ধরে সারাদেশে বিনামূল্যে রক্তদান, রক্তদাতা সংগ্রহ এবং রক্তদানে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
