২৫০ বছর বাঁচবেন শাহরুখ!
বলিউড কিং শাহরুখ খান বলেছেন, তিনি ২০০ থেকে ২৫০ বছর বেঁচে থাকবেন এবং আগামী ১০০ বছর তার তারকাখ্যাতি টিকে থাকবে। তিনি আরও বলেছেন, ‘আমি ওম শান্তি ওমের প্রকাশ মন্ত্রে বিশ্বাস করি।’ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে তিনি এসব কথা বলেন। এ ভিডিওতে তিনি বলেছেন, নিজেকে একজন নিষ্পাপ শিশুর মতো প্রকাশ করে মহাবিশ্বে ছুড়ে ফেলায় বিশ্বাস করেন। কেন বা কোন যুক্তিতে এসব বলেছেন তিনি, তার ব্যাখ্যাও দিয়েছেন জীবন্ত এ কিংবদন্তি।
শাহরুখ খান অবশ্যই বর্তমানে তার জীবনের সেরা সময় কাটাচ্ছেন। একজন বিলিয়নিয়ার হওয়ার পর এ সুপারস্টার দুবাইতে তার পরিচয় চিহ্নিত করতে প্রস্তুত। একটি রিয়েল এস্টেট কোম্পানি ঘোষণা করেছে, ২০২৯ সালে ৪ হাজার কোটি রুপি খরচে ৫৫ তলাবিশিষ্ট একটি বাণিজ্যিক টাওয়ার নির্মাণ করবে, যার নাম হবে ‘টাওয়ার শাহরুখ’। এটি বাস্তবায়ন হলে বিশ্বের অল্প ক’জন তারকাদের তালিকায় প্রবেশ করবেন শাহরুখ, যাদের নামে টাওয়ার রয়েছে। অতিসম্প্রতি ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত একটি সাক্ষাৎকারে নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান শাহরুখকে তার স্টারডম সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, ‘আপনি জীবনে এমন কিছু করেছেন কি-না যাতে আপনার তারকাখ্যাতি কখনো মরবে না? এর আগে পুরোনো একটি ক্লিপের সূত্র মনে করিয়ে দিয়ে ফারাহ বলেন, ‘কোনো একজন বলেছিল আপনার তারকাখ্যাতি একদিন শেষ হয়ে যাবে।’ জবাবে শাহরুখ বলেন, ‘আমি আগামী শতাব্দীকাল তারকা হয়ে থাকব’। ফারাহ’র পাল্টা প্রশ্ন, ‘এ আত্মবিশ্বাস কীভাবে পেলেন? যদিও শাহরুখ যখনই মুখ থেকে কিছু বলে, তখনই তা সত্যি হয়ে যায়।’ অভিনেতা জানালেন, তার অভিনীত ২০০৯ সালের সিনেমা ‘ওম শান্তি ওম’-এর প্রকাশ মন্ত্রে বিশ্বাস করেন। এরপরই তিনি বলেন, ‘আসলে, আমি ছোট বাচ্চাদের মতো নির্দোষতার সঙ্গে সবকিছু বলি। আমি জানি আমার বয়স এখন ৬০ বছর, কিন্তু আমার সত্যিই মনে হয় যে আপনি যদি শিশুর মতো ইচ্ছা করেন এবং তা মহাবিশ্বে ছুড়ে ফেলেন-সেটা ঘটতে পারে।’ ‘কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনি কতদিন বাঁচবেন-তাহলে আপনি কী বলবেন?’ ফারাহ খানের এমন প্রশ্নের উত্তরে শাহরুখ কোনো ভণিতা না করেই বললেন, ‘আমি ২০০ থেকে ২৫০ বছর বাঁচব’। তিনি এ প্রসঙ্গে আরও বলেন, ‘আমি ভালোবাসার সঙ্গে স্বার্থপরতা ছাড়াই কোনো কিছু যদি বিশ্বাস করি, তাহলে আমার মনে হয় সেটা ঘটতে পারে। এটাই আসল কথা।’
‘টাওয়ার শাহরুখ’ প্রসঙ্গে প্রশ্ন করা হলে, এ তারকা অভিনেতা বলেন, ‘আমার মা যদি বেঁচে থাকতেন, তিনি এটা দেখে খুব খুশি হতেন। আমার মনে হয় এটা খুবই সম্মানের বিষয়। আমার বাচ্চারা ভবনটির দিকে আঙুল তুলে বলবে-ওটা আমার বাবার ভবন। এ কারণেই এটা দুর্দান্ত একটি বিষয়। আমি গত কয়েক মাস ধরে প্রকল্পের বিবরণ দেখছি, সবই খুব সুন্দর এবং অত্যাধুনিক!’
পেশাগত কাজে বর্তমানে শাহরুখ খান ব্যস্ত রয়েছেন ‘কিং’ সিনেমার শুটিং নিয়ে।
