চকরিয়ায় অস্ত্রধারী গ্রেফতার, দেশীয় তৈরি রাইফেল ও গুলি উদ্ধার

 


নিজস্ব প্রতিবেদক 

কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের বদরখালী বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ নাছির উদ্দিন মোঃ আলমগীর ওরফে বাদল (৩৯) নামের এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করেছে। বুধবার (২৬ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটার দিকে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে ওই অস্ত্র কারবারিকে দেশীয় তৈরি একটি রাইফেল, দুইটি এয়ারগানের মাথা ও এক রাউন্ড গুলিসহ গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত নাছির উদ্দিন মোঃ আলমগীর বদরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বাজারপাড়া এলাকার রশিদ আহমদের ছেলে। 

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার। তিনি বলেন, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে বুধবার বিকালে আমার  

নেতৃত্বে এসআই সুজন বড়ুয়া, এসআই মোঃ নাছির আহম্মদ, এএসআই দেবু মজুমদার সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযানে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের চৌয়ার ফাঁড়ি অবস্থান করি।

এরইমধ্যে গোপন সংবাদে জানতে পারি বদরখালী 

বাজার পাড়া লাগোয়া ওয়াপদা রোডে আল আকসা স্টোর নামের একটি দোকানের ভেতর দেশীয় অস্ত্র নিয়ে একজন দুষ্কৃতিকারী লোক অবস্থান করছেন। 

তাৎক্ষণিক পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নাছির উদ্দিন মোঃ আলমগীর ওরফে বাদল নামের এক অস্ত্র কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেফতারকৃত বাদলের হেফাজত থেকে একটি দেশীয় তৈরী রাইফেল, দুইটি এয়ার গানের মাথা ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url