আইনজীবী সেজে ২৬টি মামলা জিতলেন! অবশেষে গ্রেপ্তার ‘ভুয়া অ্যাডভোকেট’

ছবিঃ সংগৃহীত

কেনিয়ায় ঘটেছে অবিশ্বাস্য এক ঘটনা। ব্রায়ান মওয়েন্ডা ন্টউইগা নামের এক ব্যক্তি নিজেকে দক্ষ আইনজীবী পরিচয় দিয়ে আদালতে টানা ২৬টি মামলা জিতে সবাইকে হতবাক করেছেন—যদিও তার আইন বিষয়ে কোনো প্রশিক্ষণ বা যোগ্যতাই ছিল না।

চালাকি ছিল অত্যন্ত চতুর। তিনি হ্যাক করে কেনিয়ার ল’ সোসাইটির পোর্টালে আসল আইনজীবীর প্রোফাইলে নিজের ছবি বসিয়ে দেন। এর পর থেকেই বিচারক, ক্লায়েন্ট—কেউই বুঝতে পারেননি যে তিনি একজন ভুয়া আইনজীবী। আত্মবিশ্বাসী বক্তব্য, কোর্টরুমে তুখোড় উপস্থিতি—সব মিলিয়ে তিনি দীর্ঘদিন ধরেই সবাইকে বোকা বানিয়ে আসছিলেন।

অবশেষে তার প্রতারণা ফাঁস হতে শুরু করলে পুরো ঘটনা প্রকাশ্যে আসে, এবং তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এই কাহিনি এখন কেনিয়ার আদালতব্যবস্থা ও আইনজীবীদের যাচাই–বাছাই প্রক্রিয়া নিয়ে নতুন প্রশ্ন তুলেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url