আগারগাঁওয়ে পরিত্যক্ত গাড়িতে আগুন
রাজধানীর আগারগাঁও কারিগরি শিক্ষা ভবনের সামনে পার্কিং করা একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
এর আগে সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে ডিইপিজেড এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে সীমা-শিমলা পরিবহনের একটি বাসে অগ্নি সংযোগ করা হয়।
বাসচালক ও প্রত্যক্ষ্যদর্শীরা জানান, পোশাক শ্রমিকদের আনতে ইপিজেড এলাকায় গেলে হঠাৎ বাসের পেছন দিকে আগুন দেখতে পান তারা। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নেভানো হয়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আশুলিয়া থানা ও হাইওয়ে পুলিশ।
