বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী


এ সময় ফরহাদ খান বলেন, বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের স্বাধীনতা পক্ষে থাকার প্রত্যয়ে তারা বিএনপিতে যোগ দিয়েছেন। আজকে জামায়াতে ইসলামী থেকে যে ভাইয়েরা বিএনপিতে যোগদান করেছেন তাদের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানাই।

তিনি বলেন, আজ আমাদের মন ভালো নেই, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আপনারা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করবেন।

যোগদানকারী এরশাদ খন্দকার বলেন, আমরা দীর্ঘদিন জামায়াতের রাজনীতি করেছি। এখন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের ছোট ভাইয়ের নেতৃত্বে বাকি জীবন বিএনপির রাজনীতি করতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জিএস শফিউল্লাহ বুলবুল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাহিদ লিটন, কুলকান্দি ইউনিয়ন যুবদলের আহবায়ক মাহমুদ হাসান ফিরুজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পনির আহম্মেদ, বেলগাছা ইউনিয়নের সাবেক সভাপতি নুরে আলম, সাবেক জেলা বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাকারিয়া মন্ডল, মিল্টন ও শামিম প্রমুখ।

ইসলামপুর উপজেলা কুলকান্দী ইউনিয়নের জামায়াতের আমির মো. আব্দুল মালেক বলেন, কুলকান্দী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডে এরশাদ খন্দকারসহ কমিটি গঠন করা হয়েছিল, কিন্তু তারা কোনো কাজ করেননি। তাদের জামায়াতে কোনো ধরনের সুযোগ নেই, তাই তারা অন্য দলে যোগদান করেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url