একাত্তরের প্রজন্ম ছিল ‘নিকৃষ্টতম প্রজন্ম’: কাজী মোহাম্মদ ইব্রাহিম



একাত্তরের প্রজন্মকে 'নিকৃষ্টতম প্রজন্ম' বলে মন্তব্য করেছেন ইসলামী বক্তা কাজী মোহাম্মদ ইব্রাহিম। তিনি বলেছেন, একাত্তরের প্রজন্মের মতো খারাপ প্রজন্ম বাংলাদেশের ইতিহাসে আর ছিল না। সম্প্রতি লক্ষ্মীপুরের পার্বতীনগর এলাকায় আয়োজিত ১১তম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে দেওয়া তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ভিডিওতে কাজী মোহাম্মদ ইব্রাহিমকে বলতে শোনা যায়, একাত্তর প্রজন্ম এবং তাদের নেতা, কর্মী ও সমর্থক সবাই মিথ্যাবাদী। এমনকি তাদের যুদ্ধ ও স্বাধীনতা সবকিছুই মিথ্যা বলে তিনি দাবি করেন।

তিনি মন্তব্য করেন, ১৯৪৭ সালের ১৪ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল এবং পাকিস্তান রাষ্ট্র তৈরিতে বাংলাদেশিরাই ৬০ ভাগ যুদ্ধ করেছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে পিলখানা হত্যাকাণ্ডের মতো 'ভারতীয় চক্রান্ত' হিসেবে উল্লেখ করে তিনি দাবি করেন, আগরতলা ষড়যন্ত্র মামলা সঠিক ছিল এবং একাত্তরে ভারত ও আওয়ামী লীগ মিলে এই জাতিকে খুন করেছে।

বক্তব্যের এক পর্যায়ে এই বক্তা ড. ইউনূসসহ ভারতের বন্ধুদের 'বাংলাদেশের জঘন্য শত্রু' হিসেবে আখ্যায়িত করেন এবং তাদের বিচারের দাবি জানান। তিনি ঘোষণা দেন, ভারতের বন্ধুদের বাংলাদেশের কোনো চেয়ারে রাখা হবে না।

কাজ্জালীপুর দারুল ফোরকান মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওই মাহফিলের ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকে নেটদুনিয়ায় তীব্র সমালোচনা চলছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url