আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস

আজ ১৪ই ডিসেম্বর,শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার চক্রান্তে শিক্ষাবিদ, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিকসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে।

​বিজয়ের মাত্র দু'দিন আগে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। মিরপুর ও রায়েরবাজারের বধ্যভূমিতে অসংখ্য বুদ্ধিজীবীর মরদেহ খুঁজে পাওয়া যায়।

​শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামীকাল ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন
এরপর সর্বস্তরের জনগণ সেখানে শ্রদ্ধা জানাবেন। ​বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে জাতির এই সূর্যসন্তানদের স্মরণ করবে।

​জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ​জাতি এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তাদের, যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url