আজ ১৪ই ডিসেম্বর,শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা পরাজয় নিশ্চিত জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার চক্রান্তে শিক্ষাবিদ, সাহিত্যিক, চিকিৎসক, সাংবাদিকসহ দেশের শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে।
বিজয়ের মাত্র দু'দিন আগে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। মিরপুর ও রায়েরবাজারের বধ্যভূমিতে অসংখ্য বুদ্ধিজীবীর মরদেহ খুঁজে পাওয়া যায়।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আগামীকাল ভোরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন
এরপর সর্বস্তরের জনগণ সেখানে শ্রদ্ধা জানাবেন। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে জাতির এই সূর্যসন্তানদের স্মরণ করবে।
জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জাতি এই দিনে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তাদের, যাদের আত্মত্যাগে আজ আমরা স্বাধীন জাতি হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি।
জাতীয়