এক বছরের সাজা এড়াতে ২২ বছর পলাতক, শেষপর্যন্ত ধরা পড়লেন বাহার

 


এক বছরের কারাদণ্ড এড়াতে দীর্ঘ ২২ বছর ধরে পলাতক থাকার পর শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন বাহার উদ্দিন মজুমদার (৬৫) নামে এক ব্যক্তি। বহু বছর ধরে পরিচয় গোপন করে বিভিন্ন এলাকায় আত্মগোপন করলেও শেষ রক্ষা হলো না তার। সোমবার (১ ডিসেম্বর) রাতে ফেনীর ছাগলনাইয়া এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার বাহার উদ্দিন মজুমদারের বাড়ি উপজেলার আমজাদহাট ইউনিয়নের মনিপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল মুনাফ মজুমদারের ছেলে।

পুলিশ জানায়, ১৯৮৪ সালের ২৬ অক্টোবর বাহার উদ্দিন মজুমদারের বিরুদ্ধে ফুলগাজী থানায় প্রতারণা ও জাল-জালিয়াতির একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় ২০০৩ সালে ফেনীর আদালতে তার এক বছরের সাজা দেয়া হয়। আদালত থেকে চূড়ান্ত রায়ের পর থেকেই তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। সোমবার রাতে ফুলগাজী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ছাগলনাইয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান বলেন, ‘এক বছরের সাজা থেকে বাঁচতে গিয়ে আসামি বাহার উদ্দিন মজুমদার দীর্ঘ ২২ বছর ছদ্মবেশে পলাতক ছিলেন। মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।’

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url