হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন আশিক চৌধুরী
রবিবার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৫৪ জন প্যারাট্রুপার বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছেন। এই ৫৪ জনের একজন আশিক চৌধুরী, যিনি ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন। বিজয়ের দিনে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ভ্যানগার্ড ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনায় সবাইকে দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হচ্ছে।”
প্রেস উইং জানায়, স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাস্যুটিং প্রদর্শনী আয়োজন করা হচ্ছে। এ কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ একটি নতুন বিশ্ব রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে।
এদিন বেলা ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পৃথক ফ্লাই পাস্ট মহড়া অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিজয় দিবস উপলক্ষে বিশেষ ব্যান্ড শোরও আয়োজন করা হয়েছে। এই সমন্বিত আয়োজনে সামরিক শৃঙ্খলা, দেশপ্রেম ও জাতীয় গৌরবের অনন্য প্রদর্শনী দেখতে পাবে দেশবাসী।
