খুরুশকুল ইউনিয়নে হতদরিদ্র শিক্ষার্থীদের ভর্তির উদ্যোগ, নুরুল আমিনের মানবিক দৃষ্টান্ত

 

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নে এতিম ও হতদরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিশ্চিত করতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে দীর্ঘদিন ধরেই তিনি মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন বলে জানান স্থানীয়রা।
সম্প্রতি নিজের ব্যক্তিগত অর্থায়নে তিনি প্রায় ২০ জন এতিম ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন। ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুল আমিন মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক ভোট পেলেও তৎকালীন ফ্যাসিবাদী সরকারের হস্তক্ষেপে তিনি চেয়ারম্যান নির্বাচিত হতে পারেননি বলে অভিযোগ রয়েছে। তবে নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, এলাকাবাসীর কাছে তার জনপ্রিয়তা ও জনসমর্থন বরাবরের মতোই দৃঢ় রয়েছে বলে মন্তব্য করেন সচেতন মহল।

স্থানীয়রা মনে করেন, নুরুল আমিনের এই মানবিক উদ্যোগ খুরুশকুল ইউনিয়নের হতদরিদ্র পরিবারগুলোর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষা থেকে বঞ্চিত শিশুদের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ করে দিচ্ছে এই সহায়তা কার্যক্রম।

এলাকাবাসী তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের এমন মানবিক কাজে এগিয়ে আসা সময়ের দাবি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url