চকরিয়ায় চাচিকে নিয়ে ভাতিজার পালিয়ে যাওয়া: এলাকায় তীব্র চাঞ্চল্য



নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডেমুশিয়া ইউনিয়নের মুছা পাড়া গ্রামে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (২০ জুলাই) ভোররাতে নিজের শিশু কন্যাসহ চাচিকে নিয়ে পালিয়ে গেছেন এক ভাতিজা। এমন অপ্রত্যাশিত ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে হতবাক নীরবতা।

ভুক্তভোগী পরিবার জানায়, প্রবাসী রবিউল হাসান বাদলের স্ত্রী জান্নাতুল মাওয়া এলি (২৪) দীর্ঘদিন ধরে আত্মীয় আরিফুল ইসলাম (২৭)—হারুনুর রশীদের ছেলে—এর সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। রবিউল বর্তমানে জীবিকার তাগিদে মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজিজ জানান, “আমরা আগে থেকেই এই অনৈতিক সম্পর্কের খবর পেয়েছিলাম। একবার এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলেছিল। তখন গ্রাম্য সালিশের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়। কিন্তু সম্পর্ক গোপনে চলতে থাকে। শেষ পর্যন্ত আজ ভোররাতে মেয়েসহ পালিয়ে গেছে তারা।”

জান্নাতুল মাওয়া এলি পশ্চিম বাংলাবাজারের কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মাহবুব আলমের মেয়ে। কয়েক বছর আগে তার বিয়ে হয় প্রবাসী রবিউল হাসান বাদলের সঙ্গে। তাদের একটি কন্যা সন্তান রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া। সামাজিক মূল্যবোধের অবক্ষয়, পারিবারিক ভাঙন ও বিশ্বাসভঙ্গের এমন ঘটনা স্থানীয়দের মাঝে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি করেছে।

প্রবাসী ভাইদের প্রতি বিশেষ সতর্কতা:

এলাকার সচেতন মহল প্রবাসে থাকা ভাইদের প্রতি আহ্বান জানিয়েছেন—পরিবারের প্রতি দায়িত্বশীল থাকা, স্ত্রী-সন্তানের খোঁজখবর রাখা ও সামাজিক বন্ধন রক্ষায় মনোযোগী হওয়া অত্যন্ত জরুরি। সম্পর্কের ভরসা যেন অবহেলার কারণে ধসে না পড়ে, সে বিষয়ে সবার সতর্ক থাকা প্রয়োজন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url