রামুতে টোলের নামে চাঁদাবাজির অভিযোগ, বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি
রামু (কক্সবাজার) প্রতিনিধি
রামু উপজেলার রশিদ নগরের পানির ছাড়া মামুন মিয়ার বাজারে টোল আদায়ের নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের অভিযোগ, প্রতিদিন বাজারে প্রবেশ ও ব্যবসা পরিচালনার সময় পণ্য পরিবহনের ওপর অযৌক্তিকভাবে টোল নেওয়া হচ্ছে।
জানা গেছে, বাজারটির ইজারাদার হিসেবে আহামদ নবী পরিচিত হলেও, ভুক্তভোগীদের দাবি—এই টোল আদায়ের কোনো বৈধ কাগজপত্র বা প্রশাসনিক অনুমতি নেই। ফলে ব্যবসায়ীরা অতিরিক্ত খরচের বোঝা বহন করতে বাধ্য হচ্ছেন, যা শেষ পর্যন্ত পণ্যের দামে প্রভাব ফেলছে।
এলাকাবাসী অভিযোগ করেন, এ ধরনের অবৈধ টোল আদায় শুধু বাজার ব্যবস্থাপনা বিঘ্নিত করছে না, বরং ক্রেতা-সাধারণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
