মেজর সিনহার চরিত্রে শাকিব খান

এমটিএ নিউজ ডেস্ক 

বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। ২০২০ সালের ৩১ জুলাই কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত হন তিনি। ঘটনাটি তখন সারা দেশে আলোড়ন তোলে। পরে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় এই হত্যাকাণ্ডকে ঘিরে বহু চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সেই বাস্তব ঘটনার প্রেক্ষাপটে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

এবার সেই সিনেমায় মেজর সিনহার চরিত্রে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। ২৬ বছরের ক্যারিয়ারে এটাই হবে প্রথমবারের মতো সেনাবাহিনীর চরিত্রে এবং ইউনিফর্মে তার উপস্থিতি।

এখনো সিনেমার নাম চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, এর পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ। এটিই তার প্রথম চলচ্চিত্র, তাই প্রস্তুতিও চলছে ব্যাপক আকারে। সেপ্টেম্বর (২০২৫) থেকে শুরু হবে শুটিং।

পরিচালক গণমাধ্যমে জানান, সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে কিছুটা কাটছাঁট থাকবে। তবে দেশপ্রেম, অ্যাকশন এবং মানবিক আবেগ- সব মিলিয়ে এটি হবে একটি শক্তিশালী গল্পের সিনেমা। ঈদে নয়, বরং বছরের কোনো এক শুক্রবার মুক্তি পাবে এটি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url