নিষিদ্ধ আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান


 রাজধানীর ডেমরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ডেমরা থানা বিএনপির প্রধান কার্যালয়ে এসে আওয়ামী লীগের ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের এসব নেতাকর্মীরা একযোগে বিএনপিতে যোগদান করেন।

তারা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মাওলানা শাহাদাত হোসেনের নেতৃত্বে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এস এম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান হাতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি উভয় দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জাতীয় নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার প্রত্যয় ব্যক্ত করেন।যোগদান অনুষ্ঠানে মাওলানা শাহাদাত হোসেন বলেন, বিগত দিনে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের অনুসারী হয়ে বিএনপি করতাম। 

পরে আওয়ামী লীগের চাপের মুখে দীর্ঘ সময় আওয়ামী লীগ করতে বাধ্য হয়েছিলাম। বর্তমানে বিএনপির নেতাকর্মীরা আমাদের প্রতি যে সম্মান দিয়েছেন তাতে আমরা বিমোহিত। ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম এবং যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামানের প্রতি অবিচল আস্থা ও ভালোবাসা এবং নবীউল্লাহ নবীর প্রতি সমর্থন জানিয়ে আমি আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ পেয়েছি। এ বিষয়ে ডেমরা থানা বিএনপির আহ্বায়ক এসএম রেজা সেলিম ও যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান বলেন, বিএনপি কখনো ধ্বংসাত্মক, প্রতিশোধের রাজনীতি করে না। বিএনপি শহীদ জিয়ার আদর্শ লালন করে তারেক জিয়ার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

ঢাকা-৫ আসনের নেতা নবী উল্লাহ নবী অনেক বড় মনের মানুষ তিনি সকলকে নিয়ে একসঙ্গে রাজনীতি করতে চান বলেই আজ আওয়ামী লীগের একটি বিশাল অংশ বিএনপিতে যোগদান করেছেন। আমরা তাদের সাদরে বরণ করে নিয়েছি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url