রামু রশিদ নগর ২ নং ওয়ার্ডে জামায়াত প্রার্থীর নির্বাচনী পোস্টার ছেঁড়া নিয়ে এলাকায় তোলপাড়
কক্সবাজারের রামু রশিদ নগর ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জামায়াত সমর্থিত প্রার্থীর শহিদুল আলম বাহাদুর নির্বাচনী পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্ন স্থানে টাঙানো পোস্টার ছিঁড়ে ফেলে। সকালে বিষয়টি চোখে পড়লে সমর্থকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এলাকায় সাময়িক তোলপাড় সৃষ্টি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ তদন্ত করে দোষীদের শনাক্ত করার দাবি জানানো হয়েছে।
