১৫ জন নারী-পুরুষের কক্সবাজার সফর, ফেরার পথে যুবকের মৃত্যু

 

কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ায় বাইক দুর্ঘটনায় কন্টেন্ট ক্রিয়েটর বিথীর সঙ্গী নিহত / সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সাকিবুল হাসান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা সোহাগ নামে আরেকজন আহত হয়েছেন।

রোববার (১৬ নভেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাইকার সাকিবুল হাসান নাটোর জেলার সিংড়া উপজেলার পারসাথলী শেখ পাড়ার বাসিন্দা মো. আতাউর রহমানের ছেলে।

জানা গেছে, জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারজানা বিথীসহ ১৫ জন নারী-পুরুষ মিলে তিনদিন আগে রাজশাহী থেকে কক্সবাজার এসেছিল। 

আজ সকালে কক্সবাজার থেকে ফেরার পথে লোহাগাড়ার চুনতির জাঙ্গালিয়া এলাকায় গতিরোধকে গাড়ি নিয়ন্ত্রণ করতে না পেরে সড়কের পাশে সেতুর নিচে খাদে পড়ে যায় এক বাইক। এতে বাইক চালক সাকিবুল হাসান নিহত হন। অপর আরোহী সোহাগ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সাত্তার জানান, সড়ক দুর্ঘটনায় নিহত বাইকারের লাশ লোহাগাড়া ট্রমা সেন্টারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

এর আগে এপ্রিলের শুরুতে মাত্র ৪৮ ঘণ্টায় জাঙ্গালিয়া এলাকায় ১৫ জনের মৃত্যু হয়। ওই এলাকার উঁচু-নিচু সড়কে বাঁকগুলোতে বারবার দুর্ঘটনার ঘটনায় সড়ক সম্প্রসারণের দাবি জানিয়ে আসছে এলাকাবাসী।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url