রাজধানীর দুই স্থানে ককটেল বিস্ফোরণ
![]() |
| সন্ধ্যায় কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত |
রাজধানীর কারওয়ান বাজার ও সেন্ট্রাল রোডের উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে পৃথক চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ান বাজার মেট্রো স্টেশনের নিচে এবং রাত ৯টার দিকে উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
এদিন রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে হঠাৎ দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে বলে জানা গেছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় দুর্বৃত্তরা এসে মেট্রো স্টেশনের নিচে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, সেটি আমাদের থানার আওতায় পড়েনি। ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকায় পড়েছে।
