বিএনপির নির্বাচনি প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি

 


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীরা পোস্টারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ব্যবহার করছেন, এমন অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আপত্তি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৯শে নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় সভায় দলটির পক্ষ থেকে এই বিষয়টি তুলে ধরা হয়।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা বলেন, বিএনপির দলীয় প্রধান হচ্ছেন বেগম খালেদা জিয়া। প্রার্থীরা তার ছবি ব্যবহার করলে তাদের কোনো আপত্তি নেই। কিন্তু নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, পোস্টারে প্রার্থী নিজের ও প্রতীকের বাইরে কেবল দলীয় প্রধানের ছবিই ব্যবহার করতে পারেন। সেখানে তারেক রহমানের ছবি ব্যবহার বিধিসম্মত নয় উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন কমিশন বিএনপির ক্ষেত্রে এই নিয়ম প্রয়োগ করার সাহস বা সক্ষমতা রাখে কি না।

পোস্টার বিতর্কের পাশাপাশি নতুন ভোটারদের প্রসঙ্গও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন জহিরুল ইসলাম মুসা। তিনি দাবি জানান, নির্বাচনের আগে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তাদের অবশ্যই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। বিশেষ করে সাম্প্রতিক আন্দোলনে ভূমিকা রাখা তরুণ সমাজ বা 'জেনজি'দের ভোটাধিকার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url