গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাসে আগুন

 


গাজীপুরে ঢাকাগামী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই সেটির প্রায় ৮০ শতাংশ অংশ পুড়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় বাসের ভেতরে থাকা ৮–১০ জন যাত্রী দ্রুত নেমে নিরাপদে চলে যেতে সক্ষম হন। আগুন নিয়ন্ত্রণে আসলেও চালক ও হেলপারকে পাওয়া যায়নি বলে জানান তারা।

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে বাসটিতে আগুন লাগে। বাসটি গাজীপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিল এবং হারিকেন এলাকায় পৌঁছানোর পর আগুন ধরে যায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url