বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয়: শিবির সেক্রেটারি

 


বাংলাদেশ বিএনপির কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১৫ নভেম্বর) সকালে মেহেরপুর জেলা ইসলামী ছাত্রশিবিরের আয়োজনের সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

বিএনপি যে পরিমাণ চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়ে তারা ভোট কেনার চেষ্টা করবে-উল্লেখ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘অর্থ দিয়ে এখন আর ভোট কেনা যাবে না। বিএনপি এক হাজার, দুই হাজার কোটি টাকা চাঁদাবাজি করবে আর ১০০ কোটি টাকা জনগণের মাঝে বিলাবে। টাকা দিলে আপনারা টাকা নিয়ে নেবেন কিন্তু ভোট দেবেন না, কারণ বিএনপিকে ভোট দিলে তারা আবার চাঁদাবাজি করে সেই টাকা উসুল করে নেবে।’

তিনি বলেন, ‘বিএনপি কখনও নিজেদের টাকা বিলি করে না। বিএনপিতে এত ভালো লোক নেই। বিএনপির কাছে বাংলাদেশ নিরাপদ না, আন্তঃকোন্দলে তারা ১৮৫ জন নিজেদের লোককে হত্যা করেছে। জুলাইয়ে তাদের এত শহীদ নাই, বুকে হাত দিয়ে তারা বলতে পারবে না। ১৫৫ জন লোকের একটা তালিকা তারা ফেসবুকে দিয়েছিল তার বেশিরভাগই শিবিরের লোক ছিল। নিজেদের তালিকা ভরানোর জন্য তারা ছাত্রশিবিরের নাম ব্যবহার করেছে।’

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url