‘পর্যটন ভাইদের’ শুভেচ্ছা! কক্সবাজার পৌরসভার বিলবোর্ডে হাস্যকর ভাষাগত বিভ্রাট

মহাদেব সাহার বিখ্যাত কবিতার লাইন— “ভুল বানানেও লিখো প্রিয়”— বাস্তবে যেন ভিন্ন এক রূপ নিয়েছে কক্সবাজারে। কবিতার আবেগের বাইরে এসে পৌরসভার একটি বিলবোর্ডে ভুল বানান ও ভুল সম্বোধন দায়িত্বজ্ঞানহীনতার প্রতিচ্ছবি। 

রোববার সকাল। পর্যটন নগরী কক্সবাজারের দরিয়ানগর এলাকায় নজরে পড়ে একটি বড় বিলবোর্ড। পর্যটকদের স্বাগত জানাতে সেখানে বড় হরফে লেখা—“পর্যটন ভাইদের কক্সবাজার বাসির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।”

পর্যটন মৌসুমের ভরদুপুরে শহরে আগত পর্যটকদের স্বাগত জানাতে পৌরসভা ও একটি বেসরকারি সংস্থার যৌথ উদ্যোগে স্থাপিত এই বিলবোর্ডেই ধরা পড়েছে একাধিক গুরুতর ভাষাগত ত্রুটি।

ভাষা বিশেষজ্ঞরা বলছেন, জনসমক্ষে প্রদর্শিত এমন বার্তায় এ ধরনের ভুল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে, বিলবোর্ডটিতে দুটি স্পষ্ট ভুল রয়েছে—

১. ভুল সম্বোধন: ভ্রমণে আসা ব্যক্তিদের বলা হয় ‘পর্যটক’। অথচ বিলবোর্ডে ব্যবহার করা হয়েছে ‘পর্যটন ভাইদের’। ‘পর্যটন’ একটি ক্ষেত্র বা শিল্পকে বোঝায়, কোনো ব্যক্তি নয়। ফলে ‘পর্যটন ভাই’ সম্বোধনটি অর্থগতভাবে ভুল এবং হাস্যকর।
২. শব্দগঠন ত্রুটি: ‘কক্সবাজার বাসির’ শব্দগুচ্ছটি ভুলভাবে লেখা হয়েছে। সঠিক রূপ হবে ‘কক্সবাজারবাসীর’, যা ‘কক্সবাজারের অধিবাসী’ বোঝাতে ব্যবহৃত হয়।

কক্সবাজারের একটি কলেজের বাংলা বিভাগের এক অধ্যাপক বলেন,“এটি কেবল বানান ভুল নয়, এটি বাংলা ভাষা প্রয়োগে চরম অসতর্কতার পরিচয়। পর্যটন নগরী হিসেবে কক্সবাজারে ভাষার মান রক্ষা করা অত্যন্ত জরুরি। দ্রুত এই বিলবোর্ড সংশোধন করা উচিত।”
এ বিষয়ে কক্সবাজার পৌরসভার সঙ্গে যোগাযোগ করা হলে পৌরসভার সচিব কোনো বক্তব্য দিতে চাননি। তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন।

তবে কক্সবাজার জেলা পরিষদের তথ্য প্রদানকারী কর্মকর্তা সুমাইয়া বিনতে আফছার বলেন,“এই বিলবোর্ড বিভ্রান্তি ছড়াতে পারে। যেহেতু এটি পৌরসভা থেকে দেওয়া হয়েছে, তাই সংশোধনের দায়িত্বও পৌরসভার।”

এদিকে সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করেন, সরকারি কিংবা স্থানীয় প্রশাসনের যেকোনো বিলবোর্ড বা বিজ্ঞপ্তি প্রকাশের আগে ভাষাগত যাচাই-বাছাইয়ের জন্য একটি নির্দিষ্ট কমিটি থাকা জরুরি। এতে ভবিষ্যতে এ ধরনের বিব্রতকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।
সূত্র: Chittagong Tribune

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url