কক্সবাজারে নো ডেভেলপমেন্ট জোনে নির্মাণাধীন ‘ছুটি বে রিসোর্ট’ নিয়ে অভিযোগপত্র গ্রহণ করলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার।


কক্সবাজারের নো ডেভেলপমেন্ট জোনে নির্মাণাধীন ‘ছুটি বে রিসোর্ট’ (পূর্বনাম স্যান্ড ক্র্যাব রিসোর্ট) প্রকল্পে সম্ভাব্য অনিয়ম ও বিধি লঙ্ঘনের অভিযোগে একটি লিখিত আবেদন গ্রহণ করেছেন চট্টগ্রাম বিভাগের মাননীয় বিভাগীয় কমিশনার।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অভিযোগপত্রটি জমা দেওয়া হয়। এতে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কর্তৃক প্রদত্ত অনুমোদন, প্রকল্পের অবস্থান, শর্ত প্রতিপালন, প্রকল্পের নাম পরিবর্তন এবং একই জোনভুক্ত অন্যান্য প্রকল্পের তুলনায় ভিন্ন আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, নো ডেভেলপমেন্ট জোনভুক্ত এলাকায় অবস্থিত হওয়া সত্ত্বেও কীভাবে প্রকল্পটি অনুমোদন পেয়েছে, তা স্পষ্ট নয়। এছাড়া অনুমোদিত সময়সীমার মধ্যে নির্মাণকাজ শুরু ও নির্দিষ্ট অগ্রগতি নিশ্চিত করার শর্ত যথাযথভাবে মানা হয়নি বলেও অভিযোগ করা হয়। অনুমোদিত নামের বাইরে গিয়ে ‘ছুটি বে রিসোর্ট’ নামে নির্মাণ কার্যক্রম পরিচালনা এবং অনুমোদিত জমি ব্যতীত অন্য জমিতে নির্মাণ কাজ চালানোর বিষয়েও তদন্তের দাবি জানানো হয়েছে।

আবেদনকারী হিসেবে অভিযোগপত্রে স্বাক্ষর করেন চৌধুরী সিয়াম ইলাহী, যিনি নিজেকে একজন সচেতন সাধারণ নাগরিক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রপ্রতিনিধি হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং সমতার ভিত্তিতে আইন প্রয়োগ নিশ্চিত করতে নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি।

বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযোগটি গ্রহণ করে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে পর্যালোচনার উদ্যোগ নেওয়া হবে।
সূত্র: চিটাগং ট্রিবিউন

Previous Post
No Comment
Add Comment
comment url