এক বছরে চট্টগ্রামে ২৮৬ খুন, নেপথ্যে আধিপত্য ও চাঁদাবাজি
চট্টগ্রামে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে, যেখানে গত এক বছরে জেলায় খুনের ঘটনা ঘটেছে ২৮৬টি। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একের পর এক হত্যাকাণ্ড ঘটছে, যার ফলে চট্টগ্রামবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শুধু চট্টগ্রাম মহানগরেই গত এক বছরে খুন হয়েছেন ১১৮ জন এবং এসব ঘটনায় শতাধিক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ই আগস্টের পর আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে স্থবিরতার সুযোগে অপরাধীরা বেপরোয়া হয়ে ওঠে। এমনকি আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীরা বিদেশে বসে মোবাইল ফোনে হত্যার নির্দেশ দিচ্ছে এবং টার্গেট কিলিং মিশন বাস্তবায়ন করছে। হত্যার আগে বিদেশি নম্বর থেকে হুমকি দেয়ার অভিযোগও পাওয়া গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলায় হত্যা মামলার সংখ্যা বাড়ছে। জেলার ১৫টি উপজেলায় এক বছরে ১৬৮টি হত্যা মামলা হয়েছে, যেখানে আসামি প্রায় চার হাজার। পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, পুলিশ সাড়ে তিনশ জনকে গ্রেপ্তার করলেও অধিকাংশ অপরাধী এখনো ধরাছোঁয়ার বাইরে।
খুনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর খোয়া যাওয়া অস্ত্র ব্যবহারের তথ্যও উঠে এসেছে। হত্যার পর সন্ত্রাসীরা নগর ছেড়ে দুর্গম পাহাড়ি এলাকায় আশ্রয় নিচ্ছে। অপরাধ বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে আরও দায়িত্বশীল হতে হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন পরামর্শ দেন, হত্যায় অংশগ্রহণকারীদের পাশাপাশি তাদের গডফাদারদেরও আইনের আওতায় আনতে হবে।
